Our Ustazas

Meet our esteemed Ustazas who are dedicated to providing authentic Islamic education based on the Quran and Sunnah. They are experienced, knowledgeable, and committed to guiding students towards a righteous path.

টিচার্স প্যানেল

সম্মানিতা উস্তাজাহবৃন্দ ও পরিচালিকা বৃন্দ

উস্তাজাহবৃন্দ:

✅ হাফেজা আলেমা নাসরিন শিফা
তিনি কুরআন হিফয সম্পন্ন করেছেন ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে এবং একই প্রতিষ্ঠান থেকে দাওরা হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি মাদ্রাসাতুল ফালাহে সিনিয়র উস্তাজাহ হিসেবে আছেন। তিনি কওমী মাদ্রাসার প্রতিটি বোর্ড পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেছেন
মাধ্যমিক: ৩য় স্থান
উচ্চমাধ্যমিক: ৩য় স্থান
ফযীলত/অনার্স: ৬ষ্ঠ স্থান
তাকমীল/মাস্টার্স: ১৩তম স্থান

✅ আলেমা উম্মে ফাতেমা
তিনি ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে মেশকাত (অনার্স) সম্পন্ন করেছেন এবং দাওরা হাদীস(মাস্টার্স) সম্পন্ন করেছেন ঢালকানগর বায়তুল উলুম মাদ্রাসা থেকে।
তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে বোর্ড স্ট্যান্ড করেছেন। এছাড়াও ফযীলত/অনার্স পরীক্ষায় সারা বাংলাদেশে সম্মিলিত মেধা তালিকায় ১১তম স্থান অর্জন করেছেন।

✅ আলেমা সাবিহা জামিনা
তিনি ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে সালে দাওরা হাদিস(মাস্টার্স) সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রওজাতুল উলুম মাদ্রাসায় আলেমা উস্তাজাহ হিসেবে আছেন।

✅ আলেমা সাদিয়া আফরিন
(তিনি ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে দাওরা হাদিস (মাস্টার্স) সম্পন্ন করেছেন।)

✅ আলেমা আয়েশা সিদ্দিকা তামান্না
তিনি ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে মেশকাত (অনার্স)সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ক্বওমী বোর্ডের উচ্চমাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় স্থান অর্জন করেছেন।

✅ হাফেজা মাহমুদা ইসলাম
তিনি ইক্বরা মহিলা মাদ্রাসা থেকে কুরআন হিফয সম্পন্ন করেছেন। অতঃপর তিনি হিদায়া জামাআত পর্যন্ত অধ্যায়ন করেছেন। তিনিও ইবতেদাইয়্যাহ ও মাধ্যমিক পরীক্ষায় ক্বওমী বোর্ডের মেধা তালিকায় স্থান অর্জন করেছেন। বর্তমানে তিনি একটি মাদ্রাসায় হিফজ উস্তাজাহ হিসেবে আছেন।

✅ হাফেজা নুসাইবা হক্ব মালিহা
তিনি হিফয সম্পন্ন করেছেন মারকাজুল মাদীনা নামক প্রতিষ্ঠান থেকে। বর্তমানে তিনি মাদানী নেসাবে তৃতীয় বর্ষে পড়ছেন এবং একই প্রতিষ্ঠানে খিদমতরত আছেন।

পরিচালিকা বৃন্দ:

⭐ প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালিকা:

✅ হাফেজা আলেমা নাসরিন শিফা।

✅ শিমু রহমান
অনার্স ফাইনাল ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি (NU)।
গ্রাফিক্স ডিজাইনার।
জাপানিজ ভাষা (বিকেটিটিসি, নাসিরাবাদ, চট্টগ্রাম)
আলিম ও কুরআন তাফসির কোর্স (IOM) - চলমান।
সিরাহ, নাজেরা কোর্স - সম্পন্ন, হিফজ - চলমান।
এডভান্স তাজবীদ কোর্স (QA) সম্পন্ন।

✅ লাবনী খাতুন
অনার্স ফাইনাল ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি (NU)।
আলিম ও কুরআন তাফসির কোর্স (IOM) - চলমান।
সিরাহ ও নাজেরা কোর্স- সম্পন্ন, হিফজ - চলমান।
এডভান্স তাজবীদ কোর্স (QA) সম্পন্ন।
মুয়াল্লিমা ট্রেনিং (QA) সম্পন্ন।

✅ নুসরাত জাহান কলি
অনার্স ফাইনাল ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটি (NU)।
গ্রাফিক্স ডিজাইনার।
IELTS (English) সম্পন্ন।
বেসিক তাজবীদ কোর্স (QA) সম্পন্ন।